odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

হাঁটুতে চোট  লেগে রীতিমতো কাবু নায়িকা

odhikar patra | প্রকাশিত: ১১ November ২০১৯ ১৬:৫৮

odhikar patra
প্রকাশিত: ১১ November ২০১৯ ১৬:৫৮

তিন ঘণ্টার ছবির জন্য তিন হাজার ঘণ্টা রিহার্সেল করতে হয় অভিনেতাদের। বিশেষ করে একটি গানের শুটিংয়ের সময় বহু সময় ধরে ফিটনেস ও এক্সপ্রেশনের পাঠ নিতে হয় অভিনেতাদের। অনেক সময়ই চ্যালেঞ্জিং কিছু করতে গিয়ে আহত হয়ে যান তারা। সম্প্রতি একটি নাচের রিহার্সেল করতে গিয়ে যেমনটা ঘটেছে অভিনেত্রী দিশা পাটানির। হাঁটুতে চোট  লেগে রীতিমতো কাবু নায়িকা। আপাতত সালমান খানের পরবর্তী ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর জন্য একটি গানের রিহার্সেলে ব্যস্ত দিশা। প্রভুদেবা তাকে সেই নাচটি শেখাচ্ছিলেন। বার বার একটি স্টেপ করতে গিয়ে আটকাচ্ছিলেন দিশা।

নাচের একটি স্টেপ তুলতে গিয়ে দুই হাঁটুতেই চোট পেয়েছেন নায়িকা। দিশা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তার হাঁটু ব্যথার ছবি। প্রভু স্যারের জন্যই তার এমন অবস্থা সে কথাও জানিয়েছেন তিনি। ২০২০ এর ঈদের ছবির প্রস্তুতি শুর করে দিলেন সালমান খান। শোনা যাচ্ছে, নভেম্বরের ৪ তারিখেই ছবি নিয়ে ফ্লোরে নেমে পড়েছেন ভাইজান।  



আপনার মূল্যবান মতামত দিন: