odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th January 2026, ২৪th January ২০২৬

বুলবুলের পর ঘূর্ণিঝড় নাকরি আসছে

odhikar patra | প্রকাশিত: ১২ November ২০১৯ ১২:২৩

odhikar patra
প্রকাশিত: ১২ November ২০১৯ ১২:২৩

আসছে আরও একটি ঘূর্ণিঝড়। এই ঝড়ের পোশাকি নাম রাখা হয়েছে 'নাকরি'। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব এখনও কাটেনি

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুলবুলের মতোই একই ধরনের আরও একটি ঘূর্নাবর্ত তৈরি হচ্ছে দক্ষিণ চীন সাগরেই। যার পোশাকি নাম নাকরি। আপাতত যথেষ্ট শক্তিশালী রয়েছে এই ঘূর্নাবর্ত এবং তা ধীরে ধীরে এগোচ্ছে।

ভিয়েতনাম হয়ে মিয়ানমারের পর বঙ্গোপসাগরের ওপরে আসবে এই ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগর থেকে আরও শক্তি সঞ্চয় করে 'নাকরি'র মুখোমুখি হতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার। কিন্তু এই ঝড় কবে নাগাদ ভারতে এসে পৌঁছাবে সে সম্পর্কে কোনও সঠিক তথ্য এই মুহূর্তে জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: