odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বাংলাদেশ অলআউট

odhikar patra | প্রকাশিত: ১৪ November ২০১৯ ১৫:৪৭

odhikar patra
প্রকাশিত: ১৪ November ২০১৯ ১৫:৪৭

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট সরফরকারী বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্বান্ত নেয় বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে । ৫৮ দশমিক ৩ ওভার ব্যাট করে নিজেদের প্রথম ইনিংস গুটিয়ে নেয় টাইগাররা।
ইন্দোরের হলকার স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়ক মোমিনুল হক ৩৭, লিটন দাস ২১, মোহাম্মদ মিঠুন ১৩, মাহমুদুল্লাহ রিয়াদ ১০, আবু জায়েদ ৭, সাদমান ইমলাম ৬, ইমরুল কায়েস ৬, এবাদত হোসেন ২, তাইজুল ইসলাম ১ ও মেহেদি হাসান মিরাজ ০ রান করে আউট হন।
ভারতের পক্ষে মোহাম্মদ সামি ৩টি, রবীচন্দ্রন অশ্বিন-ইশান্ত শর্মা-উমেশ যাদব ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর (টস- বাংলাদেশ) :
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৫০/১০, ৫৮.৩ ওভার (মুশফিক ৪৩, মোমিনুল ৩৭, লিটন ২১, মিঠুন ১৩, মাহমুদুল্লাহ ১০, আবু জায়েদ ৭, সাদমান ৬, ইমরুল ৬, এবাদত ২, তাইজুল ১, মিরাজ ০, সামি ৩/২৭, ইশান্ত ২/২০, অশ্বিন ২/৪৩, উমেশ ২/৪৭)।



আপনার মূল্যবান মতামত দিন: