ঢাকা | বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

স্পেস এক্সের রকেটে ২৭ মে আমেরিকার দুই নভোচারিকে মহাকাশে পাঠানো হবে : নাসা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০ ০১:৪২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০ ০১:৪২

 

ওয়াশিংটন, ১৮ এপ্রিল, ২০২০  : একটি স্পেস এক্স রকেটে করে আমেরিকান দুই নভোচারিকে ২৭মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে। নাসা শুক্রবার এ ঘোষণা দিয়েছে। প্রায় এক দশকে নভোচারিসহ যুক্তরাষ্ট্রের এটি প্রথম মহাকাশ ফ্লাইট।
ন্যাশনাল অ্যারোনেটিকস এন্ড স্পেস এডমিনিস্ট্রেশন (নাসা) প্রধান জিম ব্রিডেনস্টাইন এক টুইটে বলেন,‘২৭মে নাসা পুনরায় আমেরিকান নভোচারিদের নিয়ে আমেরিকান রকেটে আমেরিকার ভূমি থেকে মহাকাশ স্টেশনে যাত্রা করবে।’
যুক্তরাষ্ট্র ২০১১ সালের জুলাইয়ের পর থেকে রাশিয়ার সয়ুজ রকেটের মাধ্যমে আমেরিকান নভোচারিদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠাচ্ছে।
নাসা মে মাসে ক্রু মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পরা সত্ত্বেও মিশন পরিচালিত হবে।
স্পেসটেক উদ্যোক্তা ইলন মুস্ক এর স্পেস এক্স কোম্পানির তৈরি একটি ফ্যালকন-৯ রকেটের একটি ক্রু ড্রাগন স্পেসক্রাফটে করে এ্যাস্ট্রোনাট রবার্ট বেনকেন ও ডগলাস হুরলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উড়ে যাবেন।
ঐতিহাসিক লঞ্চপ্যাড ৩৯এ থেকে ২৭ মে বিকাল ৪টা ৩২ মিনিটে (গ্রীনিচ মান সময় ২০৩২) রকেটটি মহাকাশে যাত্রা শুরু করবে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের এই লঞ্চপ্যাড থেকে এপোলো মহাকাশ যান পাঠানো হয় এবং স্পেস শাটল মিশন পরিচালিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: