ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নিয়ে গুজব ছড়ানো আইডির লোক গ্রেফতার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ মে ২০২০ ০৪:১৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ মে ২০২০ ০৪:১৬

চাঁদপুর জেলার পুলিশের পক্ষ থেকে প্রেস  বিজ্ঞপ্তিতে জানানো হয়  

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুর রকিবকে নিয়ে ফেইসবুক আইডি “Jarine Afrine Ruma” হতে গত ২৯/০৪/২০২০খ্রিঃ তারিখে মিথ্যা, ভিত্তিহীন ও গুজবসৃষ্টিকারী পোস্ট ফেইসবুকে প্রচার প্রসঙ্গে।

গত ২৯/০৪/২০২০খ্রিঃ তারিখ ০৪.০৭ মিনিটে “Jarine Afrine Ruma” ফেইসবুক আইডি হতে ওসি ফরিদগঞ্জ জনাব আব্দুর রকিবকে নিয়ে একটি আপত্তিকর ও মানহানিকর পোস্ট আপলোড করা হয়। যা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে প্রায় 3.3k শেয়ার হয়। বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসামাত্র ০৫ সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি করা হয়। যার স্মারক নং-৮১৪, তারিখ-৩০/০৪/২০২০খ্রিঃ এবং তাৎক্ষনিকভাবে তারা তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে ওসি ফরিদগঞ্জ ও ওসি ডিবি, চাঁদপুরদ্বয়ের নেতৃত্বে ফরিদগঞ্জ থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানের প্রথমে মোঃ মামুন হোসেন রুবেল (২০), পিতা- মোঃ বাবুল মিয়া, মাতা- মিসেস মালেকা বেগম , সাং- পূর্ব পোয়া, চৌকিদার বাড়ী, উপজেলা/থানা- ফরিদগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশকে গত ৩০/০৪/২০২০ইং তারিখ বিকাল ১৬.০৫ ঘটিকার সময় ফরিদগঞ্জ থানাধীন ১৪নং ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের গজারিয়া নামক গ্রামের কালির বাজারের মিতু কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার নামক দোকান হতে গ্রেফতার করা হয়। মোঃ মামুন হোসেন রুবেল এর হেফাজত হতে তার ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ডিভাইস সমূহ জব্দ করতঃ পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় প্রাপ্ত তথ্য এবং ধৃত মোঃ মামুন হোসেন রুবেলকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় যে, শাহাপরান আলম খান ওরফে রাব্বির কথায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুর রকিব এর বিরুদ্ধে “Jarine Afrine Ruma” আইডিতে আপত্তিকর পোস্ট আপলোড করে। পরবর্তীতে শাহপরান আলম খান @ রাব্বি (২৫) পিতা - মাহবুব আলম খান, সাং- গজারিয়া খান বাড়ী, থানা- ফরিদগঞ্জ, জেলা - চাঁদপুর'কে গত ৩০/০৪/২০২০ইং তারিখ ২২.২৩ ঘটিকার সময় ফরিদগঞ্জ থানাধীন গজারিয়া এলাকা হতে গ্রেফতার করা হয় ।

জিজ্ঞাসাবাদে উক্ত শাহাপরান আলম খান রাব্বি ঘটনার সত্যতা স্বীকার করে।তাদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানার এফ আই আর নং-১/১২৬, তারিখ- ০১ মে, ২০২০; জি আর নং-১২৬, ধারা- ২৯/৩১/৩৫ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ রুজু করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: