ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

অস্কার মঞ্চে নজর কেড়েছেন দীপিকা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩ ২০:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩ ২০:৫৫

অস্কারের মঞ্চে  অভিনেত্রী দীপিকা পাড়ুকোন পরেছিলেন ভিতোঁর মারমেইড স্টাইলের কালো গাউন। অভিনেত্রী এদিন নির্বাচন করেন কারটিয়েরের গয়না। মেকআপে সবচেয়ে চোখ টানে অভিনেত্রীর উইংড আইলাইনার। চুল বেঁধেছিলেন মেসি বানে। 

অস্কারের রেড কার্পেটে ফোটোর জন্য পোজ দেন বলিউড সুন্দরী। দীপিকার ছবিগুলো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের  থেকে ভালোবাসা পেয়েছেন দীপিকা । বলিউডের তারকা-সহ কঙ্গনা রানাওয়াতরাও প্রশংসা করেছেন দীপিকার এই লুকের।

অস্কারে এবারে পরিবেশক ছিলেন দীপিকা পাড়ুকোন। মঞ্চে এদিন আরআরআর-এর নাটু নাটু গানটির লাইভ পারফরমেন্সের সময় ঘোষণাও করেন তিনি। হাততালিতে ফেটে পড়েছিল গোটা হল। 

 



আপনার মূল্যবান মতামত দিন: