ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আলিয়াকে নিয়ে প্রশ্নে যা বললেন রণবীর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩ ০৩:৪৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩ ০৩:৪৩

কারিনা কাপুরের শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ এর সিজন-৪ এর প্রথম অতিথি রণবীর কাপুর। সোমবার অনলাইনে মুক্তি পেল এপিসোডটির প্রচার ঝলক। মিনিটখানেকের ভিডিওতে এসেছে স্ত্রী আলিয়া ভাট ও কন্যা রাহার প্রসঙ্গও। কারিনা জিজ্ঞাসা করেন, রণবীর তার শিশুকন্যার ডায়াপার বদলে দেন কিনা। হ্যাঁ সূচক উত্তর দেন রণবীর।

গত বছর আলিয়ার সঙ্গে বিয়ের পরপরই ‘শমশেরা’-র প্রচারে গিয়ে রণবীর যা বলেছিলেন তা ভোলেননি কারিনা। তুলে আনলেন সেই প্রসঙ্গ। ‘ডালভাত’ কেমন উপভোগ করছেন রণবীর? একটু ভেবে রণবীর বলেন, আমি নিজেকে একজন ভালো স্বামী ভাবতেই পছন্দ করব।

গত বছর তিনি জানিয়েছিলেন, আলিয়ার সঙ্গে বিয়ে হওয়ায় জীবনের অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দিক টের পাচ্ছেন। হাসতে হাসতে বলেন, আগে সিনেমার সংলাপের সঙ্গে তাল মিলিয়ে বলতাম, জীবনটা কেবল ডাল-ভাতে চলে নাকি? হাক্কা চাউমিন, পাওভাজি, টেংরি কবাব... সবই তো লাগে। কিন্তু এখন বলব, একটা সময়ের পর জীবনটা ডাল-ভাতই। ওইটুকুই মুখ্য হয়ে ওঠে।



আপনার মূল্যবান মতামত দিন: