ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

হাসপাতালে ভর্তি ঊর্মিলা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩ ০১:৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩ ০১:৫৮

হৃদরোগে আক্রান্ত হওয়ায় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এর আগেও  শুটিং এর চাপ ও অনিয়মিত ঘুমের কারণে উচ্চ রক্তচাপসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন ঊর্মিলা।  নতুন করে মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে অসুস্থতাবোধ করছিলেন তিনি।

সকালে তাঁকে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত  হয়েছেন। এরপর তাকে সিসিউতে ভর্তি করা  হয়।

দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ থাকায় ও শুটিং এর চাপে অনিমিয়তি জীবনযাপনের করছিলেন ঊর্মিলা। আর এ কারনেই প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। গত রাতে  হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: