ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মুক্তি পেল মিথিলার মায়া সিনেমার ট্রেলার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩ ০৫:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩ ০৫:৩৬

শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অনুপ্রেরণায় তৈরি হয়েছে রাজর্ষি দের সিনেমা ‘মায়া’। সম্প্রতি প্রকাশ হয়েছে ছবিটির সাড়ে তিন মিনিটের ট্রেলার।

ট্রেলার দেখেই অনুমেয়, এতে মিথিলার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। তারচেয়েও বড় বিষয়, ট্রেলারের বেশিরভাগ জুড়ে দেখা গেছে মিথিলার নানা রূপ এবং তেজদীপ্ত হিন্দি সংলাপ।
মিথিলা জানান, এই ছবিতে তার ৭০ ভাগ সংলাপই হিন্দি ভাষায়। হিন্দি আমি এমনিতেই ভালো বলতে পারি। তাই খুব একটা প্র্যাকটিস করতে হয়নি। এর আগে ‘একাত্তর’ নামের একটি সিরিজেও আমি হিন্দি ভাষায় অভিনয় করেছি। তবে এবারের পরিধিটা বেশ বড় ছিল। এবং আমি আনন্দ নিয়েই কাজটি করেছি।

এতে কলকাতার ১৮ জন পরিচিত শিল্পী অভিনয় করেছেন। আর একমাত্র বাংলাদেশী হিসেবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা।



আপনার মূল্যবান মতামত দিন: