-2023-04-02-15-00-48.jpg)
ইকুয়েডরে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে করে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। সূত্র: এএফপি।
দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে হওয়া ভূমিধসে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।
গত রোববার দেশটির আলাউসি শহরে ভারি বৃষ্টির পর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে ১৬৩টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এরপর শনিবার এক টুইটে কর্তৃপক্ষ জানায়, ভূমিধসে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: