ঢাকা | বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আল-আকসায় ফের ইসরায়েলি হামলা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩ ২১:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩ ২১:০১

পরপর দ্বিতীয় রাতে আল-আকসা মসজিদে তারাবির নামাজ আদায়রত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা চালিয়েছে। 

বুধবার রাতে প্রায় ২০ হাজার মুসল্লির  তারাবি আদায়কালে কয়েক ডজন সশস্ত্র ইসরায়েলি সেনা মসজিদে ঢুকে পড়ে।এর আগে  মঙ্গলবার রাতে কয়েক ডজন ইসরায়েলি সেনা ভারী অস্ত্র নিয়ে মসজিদে হামলা চালায়, তারা স্ট্যান গ্রেনেড ব্যবহার করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। 

 প্রত্যক্ষদর্শীরা জানান, রাবার-কোটেড স্টিল বুলেটও ছোড়া হয়।

এ ঘটনার পর বুধবার হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, এমন অব্যাহত সহিংসতায় যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত উদ্বিগ্ন’। আরো উত্তেজনা এড়াতে সব পক্ষের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানাচ্ছে। 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী মসজিদের ভেতরে লোকজনকে মারধর করছে- এ ছবি দেখে তিনি ‘মর্মাহত ও আতঙ্কিত।’ 

 


আপনার মূল্যবান মতামত দিন: