ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ব্যালকনিতে নগ্ন হয়ে ওয়াইন খাওয়ার ছবি পোস্ট করলেন হ্যালি বেরি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ ০৬:১৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ ০৬:১৬

 নিজের ব্যালকনিতে নগ্ন হয়ে দাঁড়িয়ে ওয়াইন খেলেন হ্যালি বেরি। সেই ছবি আবার শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার ইনস্টাগ্রামে, অস্কার বিজয়ী অভিনেত্রী তার ব্যালকনিতে এক গ্লাস ওয়াইন পান করার সময় নগ্ন পোজ দেওয়ার একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “আমি যা করতে চাই তাই করি৷ শুভ শনিবার।”

এদিকে বেরির এমন পোস্টে হ্যালে বেইলি এবং লেনা ওয়েইথে সহ বেশ কয়েকজন তারকা মন্তব্য করেছেন। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তারকা সহকর্মীরা। অনেকেই তাকে ‘সাহসী’ হিসেবে অ্যাখ্যা দিচ্ছেন। কেউ বা বলছেন এই বয়সেও নিজের ফিটনেস ধরে রাখায় অনন্য তিনি। ভক্তরাও বেশ প্রশংসাই করছেন অভিনেত্রীর। তবে বিদ্রুপের সংখ্যাও কম নয়। অনেকেই বলছেন, ‘নগ্ন হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ওয়াইন খাওয়ার মাঝে আহামরি কোনো বিষয় নেই।’

৯৫তম বার্ষিক অস্কারে সম্পূর্ণ পোশাক পরিহিত গ্ল্যামারাস রেড কার্পেট উপস্থিতির পরপরই সেই অর্ধনগ্ন ফটোগুলো পোস্ট করেছেন বেরি।



আপনার মূল্যবান মতামত দিন: