_copy_640x360-2023-04-13-22-40-50.jpg)
সিনেমায় অভিনয় করে নিজেকে জানান দেয়ার পর নতুন পরিচয়ে আসছেন প্রিয়মনি । প্রথমবারের মতো টিভি অনুষ্ঠান উপস্থাপনা করলেন প্রিয়মনি।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের ‘ছায়াছন্দ’ সঞ্চালনা করেছেন তিনি। গত ১১ এপ্রিল বিটিভির রামপুরা কেন্দ্রে অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে।
প্রিয়মনি জানান, ছোটবেলায় ছায়াছন্দ ছিলো আমার প্রিয় অনুষ্ঠান। ঈদের সময় প্রচারিত হওয়া ছায়াছন্দ দেখার সময় নাওয়া খাওয়া ভুলে যেতাম।
নিয়মিত উপস্থাপনা করবেন কি-না জানতে চাইলে প্রিয়মনি বলেন, আমি অভিনয়ে ফোকাসড। যদি বিশেষ কোনও আয়োজনে সঞ্চালনার সুযোগ আসে তাহলে ভেবে দেখব।
আপনার মূল্যবান মতামত দিন: