ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ভিন্ন আঙ্গিকে বিটিভির 'আনন্দ মেলা’

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩ ০৩:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩ ০৩:১৯

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ প্রতিবারের মতো এবারও সেজেছে ভিন্ন আঙ্গিকে। নামকরা সব তারকারা উপস্থাপনার পাশাপাশি নিজেদের পারফরমেন্স তুলে ধরবেন।


উপস্থাপক হিসেবে থাকছেন এ প্রজন্মের জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও পূজা চেরী। এ ছাড়াও বিগত আনন্দ মেলার উপস্থাপক সাজু খাদেম-তারিন, শামীম আরা নিপা-জুয়েল আইচকেও উপস্থাপনা করতে দেখা যাবে। তারা উপস্থাপনার পাশাপাশি অংশ নেবেন নাচ, গান, অভিনয়ে।

ভিন্ন আঙ্গিকে জলের গানের পরিবেশনা। মমতাজের একক পরিবেশনা। শিবলী মোহাম্মদ-শামীম আরা নিপার তত্ত্বাবধানে ৪০ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে একটি নৃত্য পরিবেশনা। রয়েছে মাদারীপুরের তরুণদের নির্মিত তামিল সিনেমার ফাইটিং দৃশ্যের আদলে একটি পরিবেশনা। মেট্রোরেল নিয়ে একটি নাটিকা ও মীরাক্কেলের শাওনের কৌতুক পরিবেশনা।



আপনার মূল্যবান মতামত দিন: