_copy_640x360-2023-04-15-19-41-11.jpg)
অভিনেত্রী সামান্থার চলচ্চিত্র ‘শকুন্তলম’ মুক্তি পেয়েছে। বক্স অফিসের তথ্যমতে, প্রথম দিনে ৫ কোটি রুপির মতো আয় করতে পেরেছে ‘শকুন্তলম’।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রটির প্রিমিয়ার একটি বড় সাফল্য হিসেবে চমকে দিয়েছে নির্মাতাদের। মাত্র একদিনে চলচ্চিত্রটি এক কোটি ২২ লাখ ডলারের মতো আয় করে। এটি দক্ষিণ
মণি শর্মা রচিত চলচ্চিত্রটির সঙ্গীতও প্রশংসাও পেয়েছে সমালোচকদের। সিনেমাটিতে ‘শকুন্তলা’ চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। পুরু রাজবংশের রাজা দুষ্যন্ত চরিত্রে অভিনয় করেছেন দেব মোহন। এছাড়াও, মোহন বাবু, যীশু সেনগুপ্ত, মধু, গৌতমী, অদিতি বালান এবং অনন্যা নাগাল্লার মতো তারকা অভিনেতা-অভিনেত্রীরাও রয়েছেন এতে।
এদিকে মুক্তির পর চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক পর্যালোচনা পাচ্ছে ‘শকুন্তলম’। সিনেমায় সামান্থা রুথ প্রভুর অভিনয়ের প্রশংসা করেছেন সকলে।
আপনার মূল্যবান মতামত দিন: