
শিল্পী সমিতির দুই সেশনের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান সবাইকে সতর্ক করে সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। তিনি লেখেন, এই ঈদে যার যার সিনেমা মুক্তি পেয়েছে, তারা সবাই সর্বোচ্চ দিয়ে নিজের সিনেমার প্রচার চালিয়ে যান। কিন্তু কেউ কারও সিনেমা নিয়ে কিংবা কেউ কাউকে কটূক্তি করবেন না প্লিজ।
তথ্যমন্ত্রীর প্রতি একটি অনুরোধ রেখে জায়েদ খান বলেন, ঈদের সিনেমাগুলোকে আরও কয়েক সপ্তাহ ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশি চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের বাঁচার সুযোগ তৈরি হোক। তার আগ পর্যন্ত হিন্দি সিনেমা মুক্তি বন্ধ রাখা হোক। তথ্যমন্ত্রী, হিন্দি সিনেমা আমদানিকারক, হল মালিকদের এ বিষয়ে অনুরোধ রইল। জয় হোক বাংলাদেশি সিনেমা।
আপনার মূল্যবান মতামত দিন: