ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

চঞ্চল চৌধুরীর সাথে কাজ করতে আগ্রহী শ্রীলেখা মিত্র

নিজেস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩ ১৫:৪২

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩ ১৫:৪২

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সাথে কাজ করার আগ্রহ দেখিয়েঠছ শ্রীলেখা মিত্র। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিল দুই বাংলার প্রায় অর্ধশত তারকা। সেখানে একই মঞ্চে দেখা গেছে চঞ্চল ও শ্রীলেখাকে। 

অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন শ্রীলেখা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “এই ছবিটা ‘কুছ কুছ হোতা হ্যায়’। আমাদের একসঙ্গে প্লিজ কেউ কাস্টিং করো।”  শ্রীলেখার এই ছবি ও ছবির ক্যাপশন দেখে ধারণা করা যাচ্ছে, তিনি চঞ্চল চৌধুরী সঙ্গে অভিনয় করতে আগ্রহী। 

মঞ্চ, টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম ও বড় পর্দা, সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন চঞ্চল চৌধুরী। এদিকে শুধু অভিনয় নয়, পরিচালনাতেও মন দিয়েছেন শ্রীলেখা। 

 


আপনার মূল্যবান মতামত দিন: