অবলীলায় নস্ট্যালজিয়া ট্যুরে গেলেন অভিনেত্রী নুসরাত জাহান।ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের ঠেলা থেকে তেঁতুলের আচার দিয়ে আলুকাবলি খেতে দেখা গেল নুসরাতকে। এমনিতেই গরমে হাসফাঁস করছে কলকাতা। উপরন্তু ফাকা রাস্তায় এমন দুর্লভ খাবার।
সেই হাতছানি কি আর উপেক্ষা করে পারেন কেউ? সংসদ সদস্য-অভিনেত্রী নিজেও পারেননি। তাই তো একছুটে চলে গিয়েছেন আচারের ঠেলার দিকে। ঠিক যেমনটা ছোটবেলায় করতেন। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতেও ভুললেন না তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: