ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিয়ে করেছেন নায়ক রোশান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৩ ০৫:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ মে ২০২৩ ০৫:৪৫

নায়ক রোশান প্রকাশ্যে আনলেন তার বিয়ের খবর। 

রোশান জানালেন, আজ থেকে প্রায় তিন বছর আগে প্রেমিকা তাহসিন এশাকে বিয়ে করেন তিনি। তখন শুধু নায়কের বন্ধুরাই বিয়ের খবর জানত। দুই পরিবারের অমতে বিয়ে করায় বিষয়টি সবাইকে জানাতেও চাননি। 

 অবশেষে দুই পরিবারের সবার সম্মতি পেয়ে আজ  বিয়ের খবরটি প্রকাশ্যে আনলেন ঢাকাই ছবির এই নায়ক।  স্ত্রী তাহসিনা এশা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী।

রোশান জানান, ২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। এত দিন পর বিয়ের খবর প্রকাশ্যে আনা প্রসঙ্গে রোশান বললেন, আমাদের কাছের অনেকেই বিয়ের বিষয়টি জানত। কথায় কথায় অনেককে বলেও দিতাম। পাবলিকলি জানাইনি কারণ, আমার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না।



আপনার মূল্যবান মতামত দিন: