
ঘোড়া থেকেই উল্টে পড়ে গুরুতর আহত হন সিয়েনা ওয়্যার। দীর্ঘদিন হাসপাতালে লাইফ সাপোর্টে থেকে অবশেষে মৃত্যুকে বরণ করে নিলেন এই ২৩ বছর বয়সী মডেল।
বিশ্বের প্রথম সারির সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স ২০২২’-এ অংশ নিয়েছিলেন সিয়েনা ওয়্যার। প্রতিযোগিতায় শেষ তিনজনের এক জন ছিলেন তিনি। আচমকা এমন দুর্ঘটনার পর কোমায় চলে যান মডেল।
অষ্ট্রেলিয়ার পোলো খেলার মাঠে ঘোড়ায় চড়ে সওয়ারিতে বেরোন। সেখানেই ঘোড়া থেকে পড়ে যান। বেশ কয়েক দিন লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না। কোনো রকমের উন্নতি দেখছিলেন না। শেষ পর্যন্ত পরিবারের সিদ্ধান্তেই খুলে দেওয়া হয় তার লাইফ সাপোর্ট।
আপনার মূল্যবান মতামত দিন: