ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কান উৎসবে গলায় টিকটিকি জড়িয়ে হাজির ঊর্বশী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৩ ০১:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৩ ০১:৪৬

ফ্রান্সে  শুরু হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসব শুধু চলচ্চিত্রপ্রেমিদের জন্যই নয়, বরং ফ্যাশনপ্রেমিদের জন্যও ভীষণ কৌতুহলের জায়গা। এর রেড কার্পেটে নানা বাহারি পোশাক ও সজ্জায় হাজির হন বিশ্বখ্যাত তারকারা। 

এবার কানে লাল গালিচায় টিকটিকির জন্য ভাইরাল বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা। বুধবার সকালে সামাজিক মাধ্যমে তার কান চলচ্চিত্র উৎসব ২০২৩-এর প্রথম লুক দেখান। 

গোলাপি বল গাউনে ডিজনি প্রিন্সেসের লুকে ধরা দিলেন ঊর্বশী। কিন্তু তার গলায় চোখ যেতেই অবাক নেটিজেনরা। অফ শোল্ডার গাউনের সঙ্গে গলায় টিকটিকি জড়িয়ে হাজির নায়িকা। সঙ্গে কানেও টিকটিকি দুল।

 



আপনার মূল্যবান মতামত দিন: