ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কান উৎসব মাতালো ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৩ ১৮:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৩ ১৮:৩৩

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো স্কোরসেস, ডিক্যাপ্রিও এবং রবার্ট ডি নিরোদের ছবি ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর জুটি হয়েছেন হলিউডের প্রবীণ পরিচালক মার্টিন স্কোরসেস ও সুপারস্টার ডি ক্যাপ্রিও। 

৩ ঘন্টা ২৬ মিনিটের চলচ্চিত্রটি দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পায়। প্রিমিয়ার থিয়েটারের একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে, যেখানে দাঁড়িয়ে থাকা ওভেশনে স্কোরসেসের প্রতিক্রিয়া দেখা যায়। 

ভিডিওতে দেখা যায়, দর্শকদের অভিবাদনে খুশি স্কোরসেস, তিনি করতালি গ্রহণ করছেন। মুখে হাসি এবং কৃতজ্ঞতায় মাথা নেড়ে চারপাশ তাকাতে দেখা যায় এই প্রবীণ পরিচালককে। এর পর স্কোরসেস মাইক্রোফোন হাতে নেন এবং সকলকে ধন্যবাদ জানান। 

 



আপনার মূল্যবান মতামত দিন: