
ভক্তদের কাছে ‘বেজবাবা’ নামে পরিচিত অর্থহীন ব্যান্ড তারকা সুমন। তিনি ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এবার ঘোষণা দিলেন ‘ফিনিক্সের ডায়েরি ২’ নামে অ্যালবাম প্রকাশের। মঙ্গলবার রাতে এক ফেসবুক লাইভে ব্যান্ডটির দলনেতা সুমন জানান, আগস্টের মাঝামাঝির দিকে অ্যালবামের গান রেকর্ডিং শুরু হবে।
সবকিছু ঠিক থাকলে নভেম্বরে প্রকাশ হবে দুটি গান। বেশিরভাগ গান প্রকাশ করা হবে ডিসেম্বরে।
এর আগে ২০১৮ সালে ‘কারণ তুমি অমানুষ’ গানটি প্রকাশ করে অর্থহীন। তার আগে ব্যান্ডটির সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ‘ক্যানসারের নিশিকাব্য’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে।
দীর্ঘ বিরতির পর আটটি গান নিয়ে ‘ফিনিক্সের ডায়েরি-১’ অ্যালবাম প্রকাশ হয়।
মঙ্গলবার (২৫ জুলাই) রাতে এক ফেসবুক লাইভে ব্যান্ডটির দলনেতা সুমন জানান, আগস্টের মাঝামাঝির দিকে অ্যালবামের গান রেকর্ডিং শুরু করবেন তারা। নভেম্বরে দুটি গান ও ডিসেম্বরে বেশির ভাগ গান প্রকাশ করা হবে। অ্যালবামের পাশাপাশি কনসার্টেও পাওয়া যাবে অর্থহীনকে।
আপনার মূল্যবান মতামত দিন: