ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আসছে স্মিথের ‘আই অ্যাম লিজেন্ড ২’

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৩

অবশেষে সুসংবাদ এলো উইল স্মিথের ভক্তদের জন্য। ২০০৭ সালে স্মিথের হিট চলচ্চিত্র ‘আই অ্যাম লিজেন্ড’-এর সিক্যুয়েল এবার আসতে চলেছে। মুক্তির দশ বছরেরও বেশি সময় পরে তৈরি হচ্ছে সিক্যুয়েলটি। সিনেমাটির লেখক আভিকা গোল্ডসম্যান নিশ্চিত করেছেন বিষয়টি। 

আভিকা গোল্ডসম্যান ঘোষণা করেছেন যে ওয়ার্নার ব্রোসের সাথে বহু বছরের চুক্তির পর ‘আই অ্যাম লিজেন্ড ২’-এর কাজ শুরু হয়েছে। 

জানা গেছে, এতে মাইকেল বি. জর্ডান এবং স্মিথ রবার্ট নেভিলের ভূমিকায় অভিনয় করবেন। তবে স্মিথের চরিত্র সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য গোপন রাখা হয়েছে। স্মিথ এবং জর্ডান দুজনেই ‘আই অ্যাম লিজেন্ড ২’-এর প্রযোজক হিসেবে কাজ করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: