ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

রেলপথে নাশকতায় জড়িত সন্দেহে র‍্যাবের অভিযান : আটক ৯

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩ ০৯:১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩ ০৯:১৫

ট্রেনে আগুন দেওয়ার ঘটনাসহ বিভিন্ন জায়গায় রেলপথে নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পযন্ত বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহায়তায় র‌্যাব-১-এর একটি দল অভিযানটি পরিচালনা করে। তবে তাৎক্ষণিকভাবে আটক ৯ জনের পরিচয় জানানো হয়নি। 

অভিযান শেষে রাত সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, মঙ্গলবার ভোরে ট্রেনে আগুনের ঘটনার পর রেলস্টেশনকেন্দ্রিক চিহ্নিত অপরাধীদের তালিকা ধরে সন্দেহভাজনদের আটকে অভিযানে নামে র‌্যাব। এরই ধারাবাহিকতায় ৯ জনকে আটক করা হয়েছে।

আটকরা কেউ সরাসরি নাশকতার সঙ্গে জড়িত কি না জানতে চাইলে এই র‍্যাব কর্মকর্তা বলেন, ‘তাদের অনেকের নামে মামলা আছে। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেছি।



আপনার মূল্যবান মতামত দিন: