ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৮০ পিচ ইয়াবা সহ আটক ২

শরিফুল ইসলাম (পাবনা প্রতিনিধি) | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৮

শরিফুল ইসলাম (পাবনা প্রতিনিধি)
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৮

পাবনা থেকে শরিফুল ইসলামঃ পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী ১৮০(আশত আশি)পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার।

পাবন পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ডিবি পুলিশের ওসি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে গতকাল ০৩ ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)সাগর কুমার এসআই সুলতান মাহমুদ সাহা সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার আমিনপুর থানাধীন আহম্মদপুর গ্রামের মোঃ টুটুল শেখ এর বসত বাড়ীর সামনে গতকাল অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে ১৮০ পিচ ইয়াবা ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে পাবনা জেলা কয়লা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলঃ- আমিনপুর থানাধীন আহাম্মদপুর মধ্যপাড়া গ্রামের মোঃ মাজেম শেখের ছেলে মোঃ টুটুল শেখ (৩৪) এবং একই গ্রামের মোঃ সাত্তার মন্ডলের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৪)

এবিষয়ে আসামীদের বিরুদ্ধে আমিনপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ এমরান মাহমুদ তুহিন।



আপনার মূল্যবান মতামত দিন: