
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেছেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বছরে প্রায় ৩ লাখ যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিতকল্পে দেশের ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলা ও থানায় বেকার যুবদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণদান, প্রশিক্ষণোত্তর আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের মাধ্যমে স্বাবলম্বীকরণ, যুবঋণ প্রদান, দারিদ্র্য বিমোচন কর্মসূচি চালু রয়েছে।
বীরেন শিকদার বলেন, এ পর্যন্ত ৭ পর্বে ৩৭টি জেলার ১২৮টি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায়ভুক্ত হয়েছে। নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার এ যাবত ১ হাজার ৭২১ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছে।
তিনি বলেন, এ কর্মসূচির আওতায় গতবছর ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮৯৬ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার ৫৬১জন সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থায় ২ বছরের অস্থায়ী কর্মে নিযুক্ত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এছাড়া দু’বছর অস্থায়ী কর্মসংস্থান সমাপ্তকারী ৮৫ হাজার ২৩৯জনের প্রত্যেককে ৪৮ হাজার টাকা করে ৪০৯ কোটি ১৪ লাখ টাকা সঞ্চয় ফেরত দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এছাড়াও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর নিজস্ব কার্যক্রমের অতিরিক্ত হিসেবে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে বেকার যুবদের যুগোপযোগী চাহিদা অনুযায়ী প্রিল্যান্সিং বা আউটসোর্সিং, হাউজকিপিং, ট্যুরিস্ট গাইড, ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট, সেলসম্যানশিপ, উদ্যোক্তা উন্নয়ন, ই-ল্যানিং, বার্মি কোম্পস্ট, কোয়েল পালন কোর্সে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, এ সব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের বিদেশেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।-খবর বাসসের
আপনার মূল্যবান মতামত দিন: