ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বগুড়ায় মহিলা প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করলেন ইউএনও

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪৪

বগুড়া প্রতিনিধি: বুধবার বিকেলে বগুড়ার কাহালুর নারহট্র ইউনিয়নের শিলকওঁর পশ্চিম পাড়া খেলার মাঠে অত্র পাড়ার জয় যুব সংঘ ও মাদক নির্মুল কমিটির উদ্যোগে মহিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

মহিলা প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নারহট্র ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী, নারহট্র ইউ পি সদস্য চাঁন মিয়া ধলু, নারহট্র বিবিরপুকুর বনিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান মন্ডল, শিলকওঁর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান (জুয়েল)।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব মোফাজ্জল হোসেন, হাফেজ নজরুল ইসলাম (সাইফুল), কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন, নারহট্র ইউ পি সদস্য তোতা মিয়া শাহানা, সহিদুল ইসলাম, আনজুয়ারা বিবি, হাছনা বানু (পারুল), পাইকড় ইউ পি সদস্য নাজমূল হুদা (ডুয়েল) প্রমূখ।

খেলায় অংশগ্রহণ করেন ঢাকা মহিলা দল বনাম দিনাজপুর মহিলা দল। খেলায় দিনাজপুর মহিলা দলকে ২-১ গোলে হারিয়ে ঢাকা মহিলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় প্রায় ৯/১০ হাজার দর্শক উপস্থিতি ছিল। খেলা পরিচালনা করেন শ্রী স্বপন কুমার।

তাকে সহযোগিতা করেন রফিকুল ইসলাম (মুক্তার) ও আবু জাফর।



আপনার মূল্যবান মতামত দিন: