ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিআইডব্লিউটিসি’র গত ৬ মাসের আয় ৭১ কোটি টাকা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৩৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৩৩

 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) গত ৬ মাসে প্রায় ৭১ কোটি টাকা আয় করেছে।


২০১৭ সালের আগস্ট থেকে চলতি বছর জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটি ৪৮টি ফেরির ট্রিপের মাধ্যমে এই টাকা আয় করে।


একই সময়ে বিআইডব্লিউটিসি ১০টি ফেরি রুটে ৮ লাখ ৫৭ হাজার ৫২৬টি যানবাহন পারাপার করেছে। অপরদিকে নতুন নতুন ফেরি রুট চালু করার লক্ষ্যে বিআইডব্লিউটিসি’র সমীক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।


আজ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভায় এসব তথ্য জানানো হয়।


সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ ও বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মেহাম্মদ মফিজুল হক উপস্থিত ছিলেন।


এতে জানানো হয় যে, বিআইডব্লিউটিসি ২০১৬-১৭ অর্থবছরে ২৭ কোটি টাকা নিট মুনাফা করেছে এবং চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথম চার মাসে পাঁচ কোটি টাকা আয় করেছে।

বিআইডব্লিউটিসির তহবিলে ৭১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়।-খবর বাসসের 



আপনার মূল্যবান মতামত দিন: