ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘দৌড়াই, বাংলাদেশের জন্য’ শীর্ষক শিশুদের ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শিশুদের ম্যারাথন ‘দৌড়াই, বাংলাদেশের জন্য’ সম্পন্ন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ মার্চ ২০১৮ ০০:৫৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৮ ০০:৫৭

শিশুদের ম্যারাথন ‘দৌড়াই, বাংলাদেশের জন্য’ সম্পন্ন

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘দৌড়াই, বাংলাদেশের জন্য’ শীর্ষক শিশুদের ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আজ প্রায় দু’শতাধিক শিশুর অংশগ্রহণে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে এভারেস্ট একাডেমির’ সহাযোগিতায় শিশু একাডেমী এই ম্যারাথন দৌঁড়ের আয়োজন করে।
স্কুলের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতার অংশ নেয়।
ম্যারাথনটি সকাল ৮টায় উদ্বোধন করেন বাংলাদেশ শিশু একাডেমি’র পরিচালক আনজির লিটন।
বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম বলেন, শিশুরা অনেক উদ্ভাবনী চিন্তা নিয়ে বড় হতে থাকে। তারা ম্যারাথন দৌঁড়েও বাংলাদেশকে নতুন যুগে পৌঁছে দেয়ার ক্ষমতা রাখে।
বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ম্যারাথনে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সচিব নাছিমা বেগম এনডিসি, শিশু একাডেমি’র চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও পরিচালক আনজির লিটন।
শিশুদের ম্যারাথনে অ্যাম্বুলেন্স, প্যারামেডিক ও মেডিকেল টিম, শতাধিক স্বেচ্ছাসেবক সহযোগিতা করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ম্যারাথন চলাকালীন সময়ে পথে যানবাহন চলাচল বন্ধ ছিলো।
আবিষ্কার, প্ল্যাটফর্ম ও গন্তব্য ফাউন্ডেশন এই ম্যারাথনে স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতা করে।



আপনার মূল্যবান মতামত দিন: