ঢাকা | রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কবি এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী'র ৬৫তম জন্মবার্ষিকী ১৭ জুলাই বৃহস্পতিবার

odhikarpatra | প্রকাশিত: ১২ জুলাই ২০২৫ ১৯:০২

odhikarpatra
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫ ১৯:০২

সুফিয়ান আহমদ চৌধুরী কবি,ছড়াকার,গল্পকার,সংগঠক,আইনজীবি।১৯৭৩ সালে ছড়া-কবিতা-গল্প দিয়ে তাঁর যাত্রা শুরু হলেও প্রগতিশীল শিশু-কিশোর রচনায় মানস পরিস্ফুটনে তিনি সফল।পরবর্তীতে শিশু-কিশোর সব শাখায় তাঁর স্বচ্ছন্দ পদচারণা ঘটেছে।লেখক দেশ-বিদেশের বাইরে বিভিন্ন পত্র-পত্রিকা,নিউজ পোর্টাল ও সাময়িকী -সংকলনে লিখে চলেছেন অবিরাম।কবি এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬০ সালের ১৭ জুলাই জন্মগ্রহণ করেন।তাঁর পিতা মরহুম শামছউদ্দিন আহমদ চৌধুরী ছুটু মিয়া এবং মাতা মরহুম আলহাজ্ব বেগম সুফিয়া চৌধুরী।সিলেট শহরের ধোপাদিঘীর পূর্ব পাড়ের স্হায়ী বাসিন্দা কবি এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী ।খবর আইবিএননিউজ ।বর্তমানে নিউইয়র্ক -এর জ‍্যাকসন হাইটসে স্বপরিবারে বসবাস করছেন।তাঁর স্ত্রী তামান্না নাহার চৌধুরী নাজ এবং একমাত্র কন‍্যা নুসরাত চৌধুরীও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।তাঁর অনবদ্য গ্রন্হসমূহ নিধিরাম সর্দার,রাজার চোখে বানের পানি,স্মৃতির ক‍্যানভাসে,কোলা ব‍্যাঙের বিয়ে, সুবর্ণ ভোর, যত দূরে যাই,ইলিক ঝিলিক রোদের হাসি,কাকতাড়ুয়ার ভয়,পোড়াবাড়ি,টিকটিকি ঠিকঠিক,খাঁচার পাখির জীবন,নির্বাচিত ১০০ ছড়া,বৃষ্টিভেজা রাত,আমপাতা জামপাতা, ধাপুস ধুপুস,স্বর্ণালি দিনের ডায়েরি,আলোর পতাকা হাতে ও স্বপ্নের ফেরিওয়ালা।

তিনি তাঁর লেখায় দূরদর্শী চিন্তা-চেতনা ও আদর্শ বাঙালির মন-মানসিকতার বহি:প্রকাশ ঘটিয়েছেন।স্বদেশ- মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি উদ্দুদ্ধ থেকে ভালোবাসায় লেখালেখি ও সম্পাদনা করে আসছেন।তিনি সাহিত্য সাময়িকী "জীবন মিছিল"-এর সম্পাদক। এ ছাড়াও আরো সম্পাদনা করেছেন আইন দর্পণ,কিশোর দর্পণ ও বঙ্গবীর। এম সি কলেজ,সিলেট-এর বার্ষিকী পূর্বাশা'র সম্পাদক হিসেবে সম্পাদনা করেছেন কলেজ জীবনে।এখন তাঁর সম্পাদনায় নিয়মিত বের হচ্ছে শিশু -কিশোর অন লাইন প্রকাশনা "ইলিক ঝিলিক" ছড়াবিষয়ক অন লাইন প্রকাশনা"টাপুর টুপুর" এবং স্বদেশ ফোরাম -এর মুখপত্র "স্বদেশ কন্ঠ"।দর্পণ প্রকাশ তাঁর নিজস্ব প্রকাশনা প্রতিষ্টান।সুফিয়ান আহমদ চৌধুরী সম্পাদনা ও সংগঠন পরিচালনায় সিদ্ধহস্ত। তিনি ছড়া পরিষদ,সিলেট,সিলেট সাহিত‍্য পরিষদ ও স্বদেশ ফোরাম,নিউইয়র্ক-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে একজন সফল সংগঠকের সুখ‍্যাতি অর্জন করেছেন দেশ-বিদেশে।জড়িত রয়েছেন দেশ-বিদেশে সাহিত্য -সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথেও।১৯৯৮ সালে সিলেট জেলা আইনজীবি সমিতির গ্রন্হাগার সম্পাদক ছিলেন।এরপর দুইবার কার্যকরী সদস‍্যও নির্বাচিত হন বিপুল ভোটে।তিনি জালালাবাদ ল' সোসাইটি ইউএসএ-এর সাধারণ সম্পাদক।বর্ণাঢ‍্য জীবনের অধিকারী সুফিয়ান আহমদ চৌধুরী'র সুপরিচিতি ব‍্যাপক।সাদা মনের মানুষ হিসেবে সকল মহলের সকলের ভালোবাসার প্রিয় একজন মানুষ।

হাকিকুল ইসলাম খোকন

যুক্তরাস্ট্র প্রতিনিধি 



আপনার মূল্যবান মতামত দিন: