
মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধিঃ
নাশকতার জুলাই আন্দোলনের সময় সংঘটিত ছাত্রহত্যা ও মামলায় সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ মো. আমজাদ হোসাইনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তিনি সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহ’র ছোট ভাই। সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেল এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে মুন্সীগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
মিরপুর জোনের ডিসি মাকসুদুল রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আল মুসলিম গ্রুপের পরিচালক শেখ মো. আমজাদ হোসাইনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা হয়।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম জানান, শেখ আমজাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় দায়ের করা মামলা নং-১১/০৪/২৫ অনুযায়ী গাড়ি ভাংচুরসহ একাধিক অভিযোগ রয়েছে। আদালতে হাজিরের সময় তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
মুন্সীগঞ্জ কোর্ট পরিদর্শক কামরুল ইসলাম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর হামলায় তিনজন দিনমজুর নিহত হন। এ ঘটনায় শেখ আমজাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, শেখ আমজাদ আওয়ামী লীগ জমানায় এলাকায় অশান্তি সৃষ্টি, আগুন-সন্ত্রাস, গুপ্ত মিছিল এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সক্রিয় ছিলেন।
বিএনপি নেতারা দাবি করেছেন, ৫ আগস্টের ঘটনার পর থেকেই শেখ মো. আমজাদ তার ভাই বিএনপি নেতা শেখ মো. আব্দুল্লাহর আশ্রয়ে পলাতক ছিলেন।
এই গ্রেফতারের পর সিরাজদিখান এলাকায় স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
মোঃ হামিদুল ইসলাম লিংকন
মোবাইল: ০১৯১২-৪৩৪৬৫৪
তারিখ: ৫ -০৮-২০২৫ইং
আপনার মূল্যবান মতামত দিন: