

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত (সংক্ষেপে এসটিইএম) বিষয়ে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী। যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় শতাংশে অনেক বেশি। লেখিকা সাদিয়া জাহিদি তার নতুন বই ‘ফিফটি মিলিয়ন রাইজিং’ এ এসব তথ্য তুলে ধরেছেন। বইটিতে মূলত কর্মক্ষেত্রে মুসলিম নারীদের অর্জন, অগ্রগতি ও কৃতিত্ব নিয়ে একটি বিশ্লেষণ তুলে ধরেছেন তিনি।।
এছাড়া, মধ্যপ্রাচ্যের দেশ ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিজ্ঞনে স্নাতকধারীদের ৬০ শতাংশই নারী। যা বিশ্বের বাকি সব দেশের তুলনায় বেশি। জাহিদি বলেন, মুসলিম বিশ্ব শিক্ষায় ব্যাপক পরিমাণে বিনিয়োগ করেছে এবং বর্তমানে এ ক্ষেত্রে ব্যাপক পরিমাণে পুরস্কার-প্রতিদানও দেওয়া হচ্ছে।
ব্যাখ্যা করে তিনি বলেন, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে তরুণীরা তাদের পুরুষ সহপাঠিদের তুলনায় অনেক দূর এগিয়ে গিয়েছে। এসব দেশে গণিত বিষয়ে ছেলেদের তুলনায় মেয়েরা প্রাকৃতিক শক্তিমত্তা ও আস্থা প্রদর্শন করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
জাহিদি তার বইয়ে আরও বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এসটিইএম চাকরির অর্ধেকের বেশি পেশাদার নারীদের দখলে। পেশাগত জীবনে জেন্ডার সংশ্লিষ্ট একঘেয়েমিতা এড়িয়ে নারীরা অব্যাহতভাবে এক স্তর থেকে পরবর্তী স্তরে উত্তরণে লড়াই চালিয়ে যাচ্ছে।
এছাড়াও লেখিকা জাহিদি তার বইয়ে মুসলিম বিশ্বের নারীরা বিভিন্ন ক্ষেত্রে যেসব অগ্রণী ভূমিকা রেখেছেন তাও তুলে ধরেন। সূত্র: দ্যা ইরানিয়ান, কুয়ার্টজ।
আপনার মূল্যবান মতামত দিন: