
বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দরনগরী হুদিইদাতে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় যে কজন নিহত হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। জাতিসংঘ এ কথা জানায়।
সোমবার জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে জানায়, হামলায় বেশ কিছু শিশুর প্রাণহানির বিষয়ে জাতিসংঘ নিশ্চিত হয়েছে। এছাড়া আরো কিছু শিশু নিঁেখাজ এবং ধ্বংসস্তুপের নিচ থেকে এখনও শিশুর লাশ উদ্ধার করা হচ্ছে। খবর এএফপি’র।
ইয়েমেনে ২০১৫ সালের মার্চে সংঘাত শুরুর পর শিশুদের ওপর এটিই সবচেয়ে বড়ো ধরণের বর্বরোচিত হামলা।
নিরাপত্তা বহিনীর বরাতে এএফপি জানায়, বন্দরনগরী হুদিইদাতে সোমবারের বিমান হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।
তবে সৌদি নের্তৃত্বাধীন জোট বলেছে, ঘটনাটি তদন্ত করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: