
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা মহিলা বিষয়ক কর্মককর্তার কার্যলয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুলাই শনিবার সকাল ১১ ঘটিকায় টাউনকলোনী এজে উচ্চ বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক সুধিন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৈত্রী পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার, শেরপুর থানার সাব ইন্সপেক্টর আব্দুল গফুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, শিক্ষক রামকৃষ্ণ মোহন্ত, আইনুল হক, শিক্ষিকা ফেরদৌসি, বেলাল হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বাল্য বিবাহরোধে করণীয় ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন শিক্ষার্থীদের মাঝে। আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর শতাধিক শিক্ষার্থী বাল্য বিবাহ কে না বলে। সেলিম রেজা শেরপুর (বগুড়া) প্রতিনিধি ২২ জুলাই ২০১৮
আপনার মূল্যবান মতামত দিন: