
একজন ইলিয়াস কাঞ্চন মন্ত্রীর হওয়ার দুঃসাহস, তার লোভ ধংস করলো কোমলমতি ছাএদের নরম মন।
তার সিনেমাটিক অভিনয় দেশকে নিরাপদ সড়কের পরিবর্তে দিল অত্যান্ত ঝুঁকিপূর্ণ রাজ পথ।
লোভ মানুষ কে অমানুষ করে আর উচ্চাকাঙ্ক্ষা একটা জাতিকে করে ধংস।
বেদেরমেয়ে জোৎসনা খ্যাঁত ইলিয়াস কাঞ্চন কে এক সময় ভালো মানুষ, ভালো প্রেমিক এবং এবং একজন আর্দশ স্বামী হিসাবেই জানতাম,তার বউয়ের প্রতি ভালো বাসা দেখে মুগ্ধ হতাম, তার সহধর্মিণী র মৃত্যুর পর সে তৈরী করে নিরাপদ সরক চাই ( নিশাচা) নামে একটা প্রতিষ্ঠান, ভালো ই লাগতো তার এ প্রোগ্রামে আমি ব্যক্তি গত ভাবে আমার কমী দিয়ে বিভিন্ন মানববন্ধনে সহযোগী তা করতাম, কিনতু একজন অভিনেতা যে সবসময় অভিনেতা! ইলিয়াস কাঞ্চনের সাথে আমার ছোট ভাইয়েরা সার্নক্ষনি থাকত তারা বলতো, একটা মানববন্ধন কোন মতে শেষ করে তিনি চলে যেতেন বিভিন্ন অধিদপ্তর,এবং মন্ত্রণালয়ে দৌড়াতে দেখে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলতো সংগঠন চালাতে টাকা লাগে,
অথচ আমার ছোট ভাইয়েরা বলত টাকা কোথায় লাগে কেন লাগে আমারা জানতাম না কারন, আমারা আমাদের নিজেদের ব্যানার নিজেরাই বানাতাম, আমাদের ব্যানার আামরাই বানিয়ে আনতাম, তার জাহানারার প্রতি ভালো বাসা দেখে সন্দিহান হলাম কারন, এত বউ র পাগল ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক তার বউ মারা যাওয়ার পর, তৎকালীন আবেদনীয় চিএনায়িকা দিতি কে বিয়ে করার পর অবাক হলাম, জনশ্রুতি আছে নায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জখন মারা জায় তার আগ থেকে সিনেমায় ইলিয়াস কাঞ্চনের বাজার ভালো ছিলো না, জাহানারা মারা যাওয়ার পর চতুর ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই নামে একটি এনজিও খুলে এবং মানুষকে তার বউয়ের প্রতি ভালো বাসার বিষয়টি জাহির করে ।তবে প্রশ্ন থাকে যেই নায়িকা দিতি কে নিয়ে তার বউ তাকে সন্দেহ করত এবং তৎকালিন সময় ব্যপক গুঞ্জন ছিলো তাকে বিয়ে করলো কেন, ভালোবাসার জন্য তো মানুষ অনেক ত্যাগ করে তবে কেন পারলো না ইলিয়াস কাঞ্চন? টাকার লোভি ইলিয়াস কাঞ্চন কে বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয় দেখা যায়, অনেক ফানড ও নাকি হাতিয়ে নিয়েছে কিছু দিন আগে দেখেছি সড়ক ও সেতু মন্ত্রী র পিছনে ঘুরতে, কিছু ফানড ও পেয়েছে, আামি একটি
ইউটিউব চ্যানেলে শুনলাম সমাজ কল্যাণ মন্ত্রনালয় থেকা ৩ কোটি টাকা পেয়েছে! এত টাকা যায় কোথায়,
চতুর ইলিয়াস কাঞ্চন এখন মন্ত্রী হওয়ার সপ্নে বিভোর কোমলমতী শিক্ষারথিরা যখন নিরাপদ সড়ক এর আন্দোলন এ নামলো এবং প্রধান মন্ত্রী যখন ছাত্রদের দাবি মেনে নিলো তখন, ছাএরা চলে যাচ্ছিল , আর নায়ক ইলিয়াস কাঞ্চনের নটকি আবির্ভাব হলো তিনি ছাএদের উসকে দিলো এবং কোমল মতি ছাএরা এ কাজ প্রথম আবেগ তারিত হয়ে করলে ও পরে তা তাদের জন্য এডভ্যঞ্চার রুপান্তরিত হলো সবাই নিজে হিরো ভাবতে শুরু করবে এটাই সাভাবিক আর তখন যদি তাদের সাথে নায়ক থাকে তখন আরো ভালো নায়ক করে অভিনয় ছাএদের এডভ্যাঞ্চার সারা দেশ অচল হয়ে গেলো, অথচ প্রধানমন্ত্রী নিহত ছাত্র ছাত্রী র বাবা মা কে সান্তনা এবং আর্থিকভাবে সহযোগিতা এবং আন্দলন রত ছাত্রদের দাবি মেনে নিয়ে পরিস্থি শাভাবিক করে ফেলছিল, তখন নায়ক ইলিয়াস কাঞ্চনের মন্ত্রি হওয়ার খায়েস হলো কোমল মতি ছাএদের দিয়ে তাকে মনএী বানানের পায়তারা শুরু করে একটি ইউটিউব চ্যানেলে আবার দেখলাম তাকে মন্ত্রী বানানোর আলটি মেটাম এতই সহজ কাঞ্চন?
আপনার মূল্যবান মতামত দিন: