-2018-08-19-04-22-47.jpeg)
শনিবার বিকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নে পূ্র্ব চরমান্দালিয়া গ্রামে সহোদর দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শিশু তিনজন একই গ্রামের অাসাদ মিয়ার মেয়ে রিতু (৭) ও শিখা (৮)। অন্য একজন মিজানুর রহমনের মেয়ে নাইমা অক্তার মিলি (১০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমের কারনে তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। তখন পানিতে ডুবে তিন শিশুর করুন মৃত্যু হয়
আপনার মূল্যবান মতামত দিন: