odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

দিল্লীতে অগ্নিকান্ডের পর কারাখানা ভবন ধসে আটকা পড়েছে লোকজন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ January ২০২০ ০৬:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ January ২০২০ ০৬:৫১

 

নয়াদিল্লী, ২ জানুয়ারি, ২০২০ : দিল্লীর পীরা গরহী এলাকায় বৃহস্পতিবার সকালে একটি কারখানায় অগ্নিকান্ডের পর ভবনটি ধসে পড়েছে। ভবনের ধ্বংসস্তুপের নিচে অগ্নিনির্বাপক দলের সদস্যসহ বেশ কয়েকজন লোক আটকা পড়েছে।
একজন কর্মকর্তা জানান, উদ্ধার অভিযান চলছে। পুলিশ, ফায়ার ব্রিগেডের লোকজন, এনডিআরএফসহ বেসামরিক কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে রয়েছে।
বিস্ফোরণের পর উদ্যোগ নগর এলাকার ওই ভবন ধসে পড়ে। এ সময়ে অগ্নিনির্বাপক দল আগুন নেভানোর কাজ করছিল। স্থানীয় সময় ভোর চারটা ২৩ মিনিটে ফায়ার ব্রিগেডে আগুন লাগার বিষয়ে খবর দেয়া হয়।
তিনি আরো জানান, অগ্নিনির্বাপক দলের সদস্যসহ বেশ কিছু লোক ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে।
মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: