odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

৮ ভারতীয় পর্যটকের মৃত্যু নেপালে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ January ২০২০ ০৮:৪৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ January ২০২০ ০৮:৪৭

 

কাঠমান্ডু, ২১ জানুয়ারি, ২০২০: নেপালে মঙ্গলবার আট ভারতীয় পর্যটক মারা গেছে। হোটেল থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন থাকাকালে তাদের মুত্য ঘটে।
পুলিশ এ খবর জানিয়েছে।
স্বামী, স্ত্রী ও তাদের সন্তানসহ মোট আটজনকে ধামানের একটি হোটেল রুম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। রাজধানী কাঠমান্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে জনপ্রিয় পর্যটন জেলা মাকাওনপুরে ধামান অবস্থিত।
পুলিশের মুখপাত্র শৈলেষ থাপা চেত্রি বলেন, আজ সকালে তাদের অচেতন অবস্থায় পাওয়ার পর বিমানে করে কাঠমান্ডুতে আনা হয়। কিন্তু চিকিৎসার সময়ে তারা মারা যায়।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা থেকে আসা পরিবারটি রুম উষ্ণ করতে গ্যাস হিটার ব্যবহার করছিল।
তিনি বলেন, আমরা ধারণা করছি দমবন্ধ হয়ে তারা মারা গেছে। ময়না তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: