odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

চীনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২৫

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ February ২০২০ ০৬:৩৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ February ২০২০ ০৬:৩৮

বেইজিং, ৪ ফেব্রুয়ারি, ২০২০  : চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫ জনে দাঁড়িয়েছে। এর আগে হুবেই প্রদেশের কর্তৃপক্ষ আরো ৬৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে। খবর এএফপি’র।
হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন প্রতিদিনই তাদের তথ্য হালনাগাদ করছে। এতে দেখা গেছে নতুন করে এ রোগে আরো ২,৩৪৫ জন আক্রান্ত হয়েছে।
এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৯, ৫৫০ জনে দাঁড়িয়েছে।
ভয়াবহ এই ভাইরাস গত ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহানের এক বাজার থেকে ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
এখন এই ভাইরাস ২০ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এছাড়া চীনের বাইরে ফিলিপাইনে এক জনের মৃত্যুর কথা জানা গেছে।
চীন সরকার সংক্রমণ রোধে জরুরী ভিত্তিতে সার্জিক্যাল মাস্ক, প্রতিরোধমূলক স্যুট ও গোগোল্স এর প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: