odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছে না পাকিস্তান-আজহার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ February ২০২০ ০৬:৫৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ February ২০২০ ০৬:৫৭

 

রাওয়ালপিন্ডি, ৬ ফেব্রুয়ারী, ২০২০ : পাকিস্তান অধিনায়ক আজহার আলী বলেছেন তার দল বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছেনা। রাওয়ালডিন্ডিতে আগামীকাল শুরু হওয়া বাংলাদেশ- পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের আগে আজ ম্যাচ পুর্ব এক সংবাদ সম্মেলনে স্বাগতিক অধিনায়ক বলেন,‘বাংলাদেশ খুবই শক্ত প্রতিদ্বন্দি একটি দল হতে পাওে, আপনাকে বিস্মিত করতে পারে, সুতরাং আমরা তাদেরকে হাল্কাভাবে নিচ্ছি না। তাদের দলে বেশ কয়েকজন ম্যাচ উইনার খেলোয়াড় রয়েছে।’
তবে নিজ মাঠে কার দলের ‘টেস্ট ম্যাচ জয়ের সুযোগ আছে’ উল্লেখ করে তিনি আরো বলেন,‘ আমরা আমাদের সর্বোচ্চ চেস্টা করবো।’
নিজ দলে তিন পেসার অন্তর্ভুক্তির বিষয়ে আজহার বলেন,‘ নিজ মাঠে আপনার শক্তি অনুযায়ী খেলতে হবে। আমরা মনে করি এই মুহূর্তে আমাদের ফাস্ট বোলিং প্রতিপক্ষের জন্য একটা হুমকি।’
২০১৫ সালের বাংলাদেশ আর এবারের বাংলাদেশ টেস্ট দলের মধ্যকার পার্থক্য সম্পর্কে জানতে চাইলে আজহার বলেন,‘ অবশ্যই তারা দুজন গুরুত্বপুর্ন খেলোয়াড় মিস করছে। তবে এর আগে আমি যা বলেছি স্বাগতিক দল হিসেবে আমরা কিছুটা এগিয়ে থাকতে পারি। তবে মাঠের বাইরে কিছু জেতা যায়না, মাঠেই আমাদের এটা করতে হবে।’
আগামীকালের ম্যাচে সেরা একাদশ সম্পর্কে কোন মন্তব্য না করে আজহার বলেন,‘পারফরএেহ্ন ও সক্ষমতার ভিত্তিতেই ফওয়াদ আলমকে ১৬ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলে সুযোগ পাওয়া সকলেই সেরা একাদশে থাকতে পারে, যে কারণেই তারা ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন।’
মূলত এফটিপি অনুযায়ী পাকিস্তান সফরে বাংলাদেশ দলের তিন টি-২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল। তবে নিরাপত্তা শংকার কারণে দীঘ দিন অবস্থান করতে না চাওয়ায় তিন দফায় পাকিস্তান সফর করছে টাইগাররা।
এরপর এপিলে পাকিস্তান সফরে করাচিতে একটি ওয়ানডে ও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ দল।
সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তান সফরে টেস্ট সিরিজ খেলেছিলো বাংলাদেশ দল।
ব্যক্তিগত কারণে গত মাসে টি-২০ সিরিজ খেলতে না যাওয়া বাংলাদেশ দলের শীর্ষ খেলোয়াড় মুশফিকুর রহিম রাওয়ালপিন্ডি টেস্টেও খেলছেন না।
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে যায়। অনেক চেস্টার পর গত মাসে শ্রীলংকা দলের সফর দিয়েই আবারো দেশটিতে টেস্ট ক্রিকেট ফেরে।
আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পর দ্বিতীয় টেস্ট দল হিসেবে পাকিস্তান সফর করছে বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন: