odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

আগামীকাল দেশে ফিরছে বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ February ২০২০ ০৮:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ February ২০২০ ০৮:৩৭

ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২০  : আগামীকাল (বুধবার) দেশে ফিরছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ যুব দল।
দীর্ঘ ১২ ঘণ্টায় প্রায় ৯ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহ জালাল আর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশ দল বহনকারী বিমান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানানো হবে।
গেল রোববার পচেফস্ট্রুমে ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ আসরে প্রথমবারের মত শিরোপা জিতে বাংলাদেশ। ছয় নম্বরে নেমে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ে প্রধান ভূমিকা রাখেন অধিনায়ক আকবর আলি।
আইসিসির চাওয়া মতো, গতকাল বাংলাদেশের প্রত্যক খেলোয়াড় ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নিয়েছেন। বিশ্বকাপ জয়ী বাংলাদেশের খেলোয়াড়দের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজে আপলোডও করেছে আইসিসি।
বিশ্বকাপ জয়ী বাংলাদেশ একাদশ : আকবর আলি (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, অভিষেক দাস, রকিবুল হাসান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন: