odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

২০১৯ সালে আফগান যুদ্ধে ১০ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক হতাহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ February ২০২০ ০৮:০৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ February ২০২০ ০৮:০৮

 

কাবুল, ২২ ফেব্রুয়ারি, ২০২০ : আফগান যুদ্ধে গত বছর ১০ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। দেশজুড়ে ঐতিহাসিক সাময়িক যুদ্ধবিরতি পালন শুরু হওয়ার প্রেক্ষাপটে শনিবার জাতিসংঘের ঘোষণায় একথা বলা হয়। খবর এএফপি’র।
আফগানিস্তানে জাতিসংঘ সহযোগিতা মিশন (ইউএনএএমএ) জানায়, ২০১৯ সালে তিন হাজার ৪০৪ বেসামরিক নাগরিক নিহত ও ছয় হাজার ৯৮৯ জন আহত হয়েছে।
২০১৮ সালের তুলনায় এ সংখ্যা ৫ শতাংশ কম।
ইউএনএএমএ প্রধান তাদামিচি ইয়ামামোতো বলেন, ‘আফগানিস্তানের প্রায় সকল নাগরিক চলতি সহিংসতায় কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
এদিকে শনিবার আফগানিস্তানে সাময়িক যুদ্ধবিরতি পালন শুরু হয়েছে।
তালেবান, যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে সাত দিনের জন্য সহিংসতা কমাতে সম্মত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: