odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের ৭টি নমুনার উন্নয়ন করেছে রাশিয়া

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ March ২০২০ ০১:৩১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ March ২০২০ ০১:৩১

 

মস্কো, ২৮ মার্চ, ২০২০ : রাশিয়ার ফেডারেল মেডিক্যাল বায়োলজিকাল এজেন্সি করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের সাতটি নমুনার উন্নয়ন করেছে। এজেন্সি’র প্রধান ভেরোনিকা স্কোভোর্টসোভা শুক্রবার এ কথা জানান।
এজেন্সি প্রধান এই নারী রাশিয়ার টিভি চ্যানেল ওয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রোটিন গুচ্ছ থেকে সমন্বয় করে জেনেটিক উন্নয়ন ঘটিয়ে ভ্যাকসিনের সাতটি নমুনা তৈরি করা হয়েছে।এর সবগুলোর ভাইরাস প্রতিরোধী এন্টিজেন রয়েছে।
তিনি বলেন, এই এন্টিজেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই সাতটি নমুনা থেকে একটি বেছে নেয়া হবে। এটি অনুমোদনের জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মাইক্রোবায়োলজি সেন্টারে পাঠানো হবে। এটির ব্যবহারের জন্য এই সংস্থার অনুমোদন লাগবে।
ভেরোনিকা স্কোভোর্টসোভা বলেন, এই প্রক্রিয়া সম্পন্ন হতে অন্তত ১১ মাস সময় লাগবে।



আপনার মূল্যবান মতামত দিন: