odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

চীনে দাবানলে ১৯ জনের মৃত্যু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ March ২০২০ ১৯:৫০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ March ২০২০ ১৯:৫০

 

চেংদু, ৩১ মার্চ, ২০২০ : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ায় ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
দমকল বাহিনীর কর্মীরা দাবানল নিয়ন্ত্রনে আনার চেষ্টা করার সময় এই বাহিনীর ১৮ সদস্যসহ ১৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন স্থানীয় বনভুমির কর্মীও রয়েছেন।
বনভুমির এই কর্মী দমকল বাহিনীর সদস্যদের পথ দেখানোর নির্দেশনা দিচ্ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ২ টার দিকে হঠাৎ করেই বাতাসের গতিবেগ পরিবর্তন হওয়ায় দমকল কর্মীরা দাবানলে আটকে পড়ে।
ঝিচাং নগরীর তথ্য দপ্তর জানায়, সোমবার স্থানীয় সময় বিকাল ৩টা ৫১ মিনিটে বনভূমি সংলগ্ন স্থানীয় একটি খামারে দাবানলের সূত্রপাত হয় এবং প্রবল বাতাসের কারণে তা দ্রুত পার্শ্ববর্তী এলাকার বনভূমিতে ছড়িয়ে পড়ে।
সোমবার ৩ শতাধিক দমকল কর্মী এবং ৭শ’ মিলিশিয়া কর্মীকে দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য পাঠানো হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: