odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

এডিবি কোভিড-১৯ এর কারণে দক্ষ প্রশিক্ষণার্থী ঝরে পড়া রোধে ১.৩৪ মিলিয়ন ডলার দিচ্ছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ April ২০২০ ০২:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ April ২০২০ ০২:৫৩

 

ঢাকা, ২ এপ্রিল, ২০২০ : এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)এর আওতায় চলমান দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষণ কর্মসূচি থেকে কোভিড-১৯ এর কারণে প্রশিক্ষনার্থীদের ঝরে পড়া ঠেকাতে বাংলাদেশকে ১.৩৪ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেবে। আজ সংস্থা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চলমান স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) ১০টি শিল্পখাতে জব ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ দিয়ে আসছে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এ ব্যাপারে জানান, বর্তমানে ২২ হাজার ৬১৯ জন প্রশিক্ষণার্থী একবারের জন্য ৫ হাজার টাকা করে সহায়তা পাবেন। কারণ, যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা দরিদ্র পরিবারের।
এদিকে, এডিবি কোভিড-১৯ কারণে উন্নয়নশীল সদস্য দেশগুলোর জন্য সঙ্কট মোকাবেলায় সাড়ে ৬ বিলিয়ন ডলারের একটি প্রাথমিক প্যাকেজ ঘোষণা করেছে।
বাংলাদেশের জন্য গত ২৭ মার্চ সাড়ে তিন লাখ ডলার জরুরি অনুদান অনুমোদন দিয়েছে এডিবি বোর্ড।



আপনার মূল্যবান মতামত দিন: