odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ইতালিতে মৃতের সংখ্যা কমে ৪৩৩

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ April ২০২০ ০১:৪২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ April ২০২০ ০১:৪২

 

রোম, ২০ এপ্রিল, ২০২০  : ইতালির সরকারি হিসেবে রোববার করোনায় দেশটির মৃতের সংখ্যা কমে ৪৩৩ হয়েছে। এটি এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন সংখ্যা।
ইতালিতে ফেব্রুয়ারিতে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত ২৩ হাজার ৬৬০ জন মারা গেছে। মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ইতালির অবস্থান।
রোববারের এ সংখ্যা গত এক মাসে দ্বিতীয় সর্বনিম্ন।
এদিকে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ০৪৭ জন যা ১.৭ শতাংশ বেড়েছে।
নতুন আক্রান্তের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটির সরকার। কারণ, তারা লকডাউন কিভাবে তুলে নেয়া যায় তা নিয়ে ভাবছে। আগামী ৪ মে বর্তমান লকডাউনের সময় শেষ হওয়ার কথা।
কোন কোন কার্যক্রম শুরুর অনুমোদন দেয়া যায় কিংবা জনগণকে বাড়ির বাইরে যেতে দেয়া যায় কিনা তা নির্ধারণের চেষ্টা করছে দেশটির সরকার।



আপনার মূল্যবান মতামত দিন: