odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সেনাদের মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে : জনস হপকিন্স ইউনিভার্সিটি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ April ২০২০ ০১:২০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ April ২০২০ ০১:২০

 

ওয়াশিংটন, ২৯ এপ্রিল, ২০২০  : য্ক্তুরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ভিয়েতনাম যুদ্ধে আমেরিকানদের মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে। মঙ্গলবার জনস হপকিন্স ইউনিভার্সিটি এ কথা জানায়।
বাল্টিমোর ভিত্তিক ইউনিভার্সিটি জানায়,করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে ৫৮ হাজার ৩৬৫ জন মারা গেছে, জাতীয় আর্কাইভের তথ্যানুযায়ী ভিয়েতনাম যুদ্ধে এবং যুদ্ধকালীন অন্যান্য দুর্ঘটনায় ৫৮ হাজার ২২০ মার্কিন সেনার মৃত্যু হয়েছে ।
এদিকে হ্যানয়ে ভিয়েতনাম কর্তৃপক্ষ বলেছে,উত্তর ভিয়েতনামের নিয়মিত বাহিনী এবং ভিয়েট কং গেরিলা বাহিনী মিলিয়ে দেশটির ১২ লাখ সৈন্য মারা গেছে। এছাড়াও ২০ থেকে ৩০ লাখ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে, যা বিশ্বের অন্য যে কোন দেশের চেয়ে বেশী।
জনস হপকিন্স জানায়, চীনের প্রতিবেশী কমিউনিস্ট দেশ ভিয়েতনামে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭০ জন, কারো মৃত্যু হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: