odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

হারিকেন ‘ইসাইয়াস’ উত্তর ক্যারোলিনায় আঘাত হেনেছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ August ২০২০ ২৩:১০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ August ২০২০ ২৩:১০

 

মার্টেল বিচ,(যুক্তরাষ্ট্র), ৪ আগস্ট, ২০২০ : হারিকেন ‘ইসিয়াস’ সোমবার উত্তর ক্যারোলিনায় আঘাত হেনেছে। ক্যাটাগরি ১ এ রূপ নেয়া এই ঘূর্নি ঝড়ে ঘণ্টায় ৮৮ মাইল (১৪০ কিলোমিটার) বেগে বাতাস বইছে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার এ কথা জানায়। খবর এএফপি’র।
রাজ্যটির দক্ষিণাঞ্চলে ওশান আইল বিচের কাছে রাত ১১ টা ১০ মিনিটে (গ্রিনীচ মান সময় মঙ্গলবার ০৩১০ টায়) ঝড়টি আঘাত হানে।
আবহাওয়াবিদরা ইতোপূর্বে ভারী বৃষ্টিপাত এবং সম্ভাব্য প্রাণঘাতী ঝড় বয়ে যাওয়ার ব্যপারে সতর্ক করেন।



আপনার মূল্যবান মতামত দিন: