odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ট্রাম্প-বাইডেনের পরবর্তী বিতর্কে ‘শৃঙ্খলা বজায় রাখতে’ নতুন পদক্ষেপ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ October ২০২০ ০৪:০৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ October ২০২০ ০৪:০৫

 

ওয়াশিংটন, ১ অক্টোবর, ২০২০  : যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল ডিবেটস বিষয়ক মার্কিন কমিশন বুধবার জানিয়েছে, তারা ট্রাম্প ও বাইডেনের মধ্যে পরবর্তী বিতর্কে ‘শৃঙ্খলা বজায় রাখতে’ নতুন বিধি কার্যকর করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিদ্বেষপূর্ণ ক্লিভাল্যান্ড শোডাউনের পর কমিশন এমন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। খবর এএফপি’র।
সিপিডি’র এক বিবৃতিতে বলা হয়, ‘গত রাতের বিতর্কে এমনটা স্পষ্ট হয়ে গেছে যে বিভিন্ন বিষয়ে আরো নিয়মতান্ত্রিক আলোচনা নিশ্চিত করতে পরবর্তী (দুই) বিতর্কের বিন্যাসের ক্ষেত্রে আরো নতুন বিধি আরোপ করতে হবে।’
কমিশন জানায়, তারা বাকি বিতর্কগুলোতে শৃঙ্খলা বজায় রাখা নিশ্চিত করতে খুব শিগগিরই নতুন বিধির ঘোষণা দেবে।



আপনার মূল্যবান মতামত দিন: